বিএনপির পক্ষ থেকে সময় টেলিভিশন ও ৭১ টিভিকে বয়কটের ঘোষণায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন– এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্স (অ্যাটকো)।
মঙ্গলবার (২২ আগস্ট) সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টিভি এবং ৭১ টিভিকে বয়কটের ঘোষণা দেয়া হয়েছে। এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্স (অ্যাটকো) মনে করে এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে অ্যাটকো সকল রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছে।
উল্লেখ্য, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির দেয়া এক বার্তায় ৯ আগস্ট থেকে সময় টেলিভিশন এবং ৭১ টিভির টকশোতে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য দলের সিনিয়র নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। বিএনপির একটি সূত্র জানায়, দলের হাইকমান্ডের নির্দেশনা এই বার্তা দেয়া হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ