শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বিএনপির সব আন্দোলন বিফলে গেছে: আব্দুর রাজ্জাক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা:

বিএনপির সব আন্দোলন বিফলে গেছে। ২০১৩ সালের থেকেই বিএনপি তত্তাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে উল্লেখ করে কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, তখন অগ্নি সন্ত্রাস, গাড়ীতে আগুন, স্কুল ঘরে আগুন, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, রেললাইন উপড়ে ফেলেছে, পুলিশকে থেতলিয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে দিনাজপুর সদরের নসিপুরস্থ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর একটি কেন্দ্রীয় গবেষণা কমপ্লেক্সের উদ্বোধন শেষে গ্রীন হাউসে গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী ও জাত উদ্ভাবনসহ চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ২০১৪ সালের সেই নির্বাচন তারা বানচাল করতে পারেনি। সে সময় তারা নির্বাচনেও আসেনি। তারপর ২০১৫ সালে গিয়ে তারা একটানা ৯০ দিন হরতাল অবরোধের নামে বাংলাদেশকে অচল করার চেষ্টা করেছিল। সর্বশেষ তাদের নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের অফিসে গিয়ে বসে বলেছিল যে, শেখ হাসিনার সরকারের পতন না হওয়া এবং শেখ হাসিনা দেশ থেকে না পালানো পর্যন্ত তারা বিএনপির অফিস ছাড়বে না।

৯০ দিন শেষে ব্যর্থতার গ্লানি নিয়ে মুখে কালিমা মেখে খালেদা জিয়া ফিরে যায়। খালেদা জিয়া এখন কখনো হসপিটালে, কখনো জেলখানায় ,নিজের বাড়ীতে আছে। দেশকে অস্থির করার জন্য দেশকে অচল করার জন্য রাজনৈতিকভাবে একটা সহিংসতা মূলক পরিবেশ সৃষ্টি করার জন্য দেশকে তারা একদম অচল করতে চাচ্ছে। এখন তাদের দাবি গত পাঁচ সাত বছর যাবত একটানা একই দাবি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করা। নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচন করা। সংবিধানে যেভাবে আছে সেই ভাবেই নির্বাচন হবে এর বাইরে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই।

সংবিধানে উল্লেখ আছে আমাদের প্রধানমন্ত্রী, চিপ অফ স্টাফ, আইজিপি, সিভিল প্রশাসন সকলের আমি মন্ত্রী আমাদের দায়িত্ব হবে। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে নির্দেশ দিবে যেভাবে সিদ্ধান্ত দিবে। সেই ভাবে নির্বাচন পরিচালনা হবে কিন্তু তারা তাদের দাবি তে অটল দীর্ঘদিন যাবত তারা পদযাত্রা, বিক্ষোভ সমাবেশ একটার পর একটা করেই যাচ্ছে কোনোটাতেই তারা সফল হয়নি । সরকারের পতন হয় নাই জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়নি বরং তারেক জিয়াই পালিয়ে বছরের পর বছর নির্লজ্জভাবে বিদেশে থাকে।

তিনি আরোও ,তারা বলেছে, এখন সর্বশেষ ঝাকি তারা দিবে যাতে সরকারের পতন হয় । এতদিন দিয়েছে মহড়া এই মহড়ায় ব্যর্থ হয়েছে। তারা হুমকি দিচ্ছে তাদের ষড়যন্ত্র বিদেশীদের সহযোগিতায় কিছুতেই তাদেরকে সফল করবে না। সফল হবে না।

বাংলাদেশে অবশ্যই একটি বিরোধী দল দরকার উল্লেখ করে মন্ত্রী আরোও বলেন পৃথিবীর সব দেশেই সরকারের জবাবদিহিতার জন্য স্বচ্ছতার জন্য শক্তিশালী বিরোধী দল দরকার। পার্লামেন্টে একটা বিরোধী দল দরকার ।একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার । আমরা চাই যে একটি শক্ত বিরোধী দল থাক।

তিনি আরোও বলেন , এখন তারা যে পথে যাচ্ছে । দেশ অচল করার জন্য । দেশকে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য সেটাতে কিন্তু তারা সফল হবে না। এভাবে চললে বিএনপির অস্তিত্বই থাকবে কিনা। অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় ।

তিনি হুশিযারী দিয়ে বলেন আওয়ামী লীগ একটি সুসংগঠিত ঐতিহ্যবাহী দল তারা এখানে আন্দোলন করে আওয়ামী লীগে ক্ষমতাচ্যুত করতে পারবে না। কোনদিনই পারবে না। নির্বাচনে আসতে হবে জনগণের রায় নিতে হবে । আমরা প্রস্তুত প্রশাসন অনেক দক্ষ ,পুলিশের অনেক সক্ষমতা রয়েছে । তারা যদি আগুন সন্ত্রাস করতে চায় বাড়ি ঘরে আগুন দেয় রেললাইন তুলতে যায় আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য তারা অবশ্যই অবশ্যই মোকাবেলা করবে।

পরে এক সেমিনারে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়–য়া প্রমুখ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More