১৫
সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির চলমান রোডমার্চ কর্মসূচি কুমিল্লা থেকে চট্টগ্রাম গিয়ে শেষ হচ্ছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দীর্ঘদিন পর বড় পরিসরে এ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিতে মুখিয়ে আছেন ফেনী বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। এরমধ্যে রোডমার্চ সফলে কয়েক দফায় প্রস্তুতি সভা করছে একযুগের বেশি ক্ষমতার বাইরে থাকা এ দলটি। তবে ফেনীর রোডমার্চ কর্মসূচিতে সংঘাতের আশঙ্কা করছেন বিএনপি নেতারা। বিএনপির দলীয় সূত্র জানায়, ১৫০ কিলোমিটারের এ রোডমার্চ কুমিল্লা থেকে শুরু হয়ে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম নগরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। এতে মোট চারটি পথসভা করা হবে। সকাল ১০টায় প্রথম সভাটি হবে কুমিল্লায়। এই সভা শেষে রোডমার্চ রওনা হবে ফেনীর পথে। ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে হবে দ্বিতীয় জনসভা। তৃতীয়টি হবে চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে। এরপর চট্টগ্রাম নগর বিএনপি'র কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে। ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, রোডমার্চ সফল করতে দফায় প্রস্তুতি সভা, প্রচারপত্র বিতরণসহ নানা কাজ চলছে কোন ষড়যন্ত্র করে কর্মসূচি বানচাল করতে পারবে না। বিএনপির তৃণমূলে রোডমার্চ ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, ফেনীর কয়েকটি স্থানে সংঘাতের আশঙ্কা করছি। এর আগেও এ জায়গাগুলোতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছে। এবিষয়ে ইতোমধ্যে ফেনী পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, ইতোমধ্যে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কর্মসূচি বানচালের পাঁয়তারা করছে। আমাদের কর্মসূচিতে হামলা করবে এমন খবরও পাচ্ছি। তবুও সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি নেতাকর্মীরা স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে রোডমার্চ সফল করতে মরিয়া হয়ে আছে। তবে আওয়ামী লীগকে জড়িয়ে বিএনপির সংঘাতের অভিযোগ ভুয়া উল্লেখ করে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্ল্যাহ খোন্দকার বলেন, এ ধরনের অভিযোগ একদম ভুয়া। আওয়ামী লীগ সংঘাতের রাজনীতি বিশ্বাস করে না। তারা তাদের কর্মসূচি পালন করবে, সেখানে আমাদের কিছু নেই। এদিকে কাল বিএনপির রোডমার্চে কোনধরনের সংঘাতের আশঙ্কা নেই বলে জানান পুলিশ সুপার জাকির হাসান। পুলিশ সুপার বলেন, রোডমার্চে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। মাঠপর্যায়ে পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। রাজনৈতিক দলের কর্মসূচি পালনে সংঘাত এড়াতে পুলিশ প্রশাসন সচেষ্ট রয়েছে। আবদুল্লাহ আল-মামুন/শায়লা/দীপ্ত নিউজ