সংঘর্ষ ও পুলিশের অভিযানের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন তালাবদ্ধ। অফিস ঘিরে রেখেছে পুলিশ। অভিযান শেষ না হওয়ায় বিএনপি নেতাকর্মীদের ঢুকতে দেয়া হচ্ছে না। চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করায় তিন জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে সংঘর্ষের পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে। সংঘর্ষে হতাহত ও নেতাদের আটকের ঘটনায় রাজধানীর নয়াপল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ আছে। বিজয়নগরের নাইটিংগেল মোড় ও ফকিরাপুল মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া নয়াপল্টনের রাস্তায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সিনিয়র নেতাদের নিয়ে বিএনপি মহাসচিব দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেও পারেননি। এসময় তিনি অভিযোগ করেন, সমাবেশ বানচাল করতে পরিকল্পিতভাবে সরকার পাতানো অভিযান চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিএনপি অফিসে বুধবার রাতে বেশকিছু ককটেল পাওয়া গেছে। সেখানে আরো বোমা থাকতে পারে। তাই অভিযান শেষ না হওয়া পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।
পুলিশ জানান, শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।