রাজধানীর পল্লবীতে বিএনপির ইফতার মাহফিলে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালিয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। ভাঙচুর করা হয় তাদের ক্যামেরা। শুক্রবার (৩১ মার্চ) বিকেল পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অতিথিদের (সাংবাদিক) সম্মান রক্ষা করতে না পারায় নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করে ফখরুল বলেন, মনে হয় না তারা দলকে ভালোবাসে। তারা অতিথিদের সম্মান রক্ষা করতে জানে না।
জানা গেছে, ইফতার মাহফিলে নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের দাঁড়ানোর জায়গা ছিল না। এ নিয়ে কথাকাটাকাটির জেরে আচমকা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন দলটির নেতাকর্মীরা।
বেশ কয়েক মিনিটি ধরে চলে এই ঘটনা। এক পর্যায়ে সাংবাদিকদের রক্ষায় এগিয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনিও ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান। এরইমধ্যে কয়েকজন সংবাদকর্মীর ওপর হামলা করা হয়। ভাঙচুর করা হয় তাদের ক্যামেরা।
আহতদের মধ্যে রয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি, নিউজ টুয়েন্টি ফোরের ক্যামেরাপারসন মোহাম্মাদ আজনবী এবং দেশটিভির ক্যামেরাপারসন উজ্জল।
উপস্থিত নেতাকর্মীরা জানান, যুবদল নেতাদের হামলা থামাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চ থেকে নেমে এলেও তাদের নিবৃত্ত করতে পারছিলেন না। পরে তিনি নেতাকর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
পরে, বিএনপি মহাসচিব এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অনেক মূল্য দিয়েছি এই ১৪/১৫ বছরে। এমন একটা সরকার আমাদের উপর চেপে বসে আছে, যে সরকার মানুষের মর্যাদা দিতে জানেনা। মানুষের জীবনের মূল্য দিতে জানে না। তার একমাত্র লক্ষ্য যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত, অলম্বিত ঘটনা ঘটছে, সেজন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।
আফ/দীপ্ত সংবাদ