বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে। দলটির অনেক নেতা ভোটের প্রস্তুতি নিচ্ছেন, এমনটাই বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, ৭ জানুয়ারি হতে যাওয়া নির্বাচন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক।
তিনি অভিযোগ করেন, রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে
এদিকে, ঢাকার বনানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভোট সামনে রেখে যে–কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্যদিকে, চট্টগ্রামে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রাজনীতির নামে সহিংসতাকারীদের প্রতিহত করতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঙ্গা ক্ষমতাসীন আওয়ামী লীগ। জমজমাট দলটির বিভিন্ন কার্যালয়। ৩০০ আসনে নৌকার মাঝি হতে চান তিন হাজার ৩৬২ জন।
অন্যদিকে, মাঠে নেই দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। বন্ধ দলটির কেন্দ্রীয় কার্যালয়। বিএনপির নেতৃত্বাধীন জোট ছেড়ে কয়েকটি দল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
এসএ/দীপ্ত নিউজ