শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

বিএনপিতে স্বৈরাচারী-সন্ত্রাসী মনোভাব নেই: এ্যানি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপির মধ্যে স্বৈরাচারী মনোভাব নেই। সন্ত্রাসী ও কর্তৃত্ববাদি মনোভাব বিএনপির মধ্যে অতীতেও ছিল না, এখনও নেই। বিএনপি হলো গণমানুষের দল। জিয়াউর রহমান ছিলেন গ্রাম ও গণমানুষের নেতা।’

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার গরিনগর স্কুল মাঠে বাংগাখাঁ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, দেশের জন্য বিএনপি ক্ষতিকর নয়, বরং একটি ভালো রাজনীতি দল। এতো অত্যাচারনির্যাতন, হামলামামলা ও গুম খুনের শিকার হয়েও বিএনপি কারো ক্ষতি করেনি।

বিএনপি যুগ্মমহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পিছনে খুনি শেখ হাসিনা ও পার্শ্ববর্তী একটি দেশের হাত রয়েছে। বিশ্বের ইতিহাসে জিয়াউর রহমানের জানাজার মতো এতো বড় জানাজা আর হয়নি। এতে জনপ্রিয় নেতা হওয়া সত্ত্বেও তাকে বাঁচতে দেয়া হয়নি। তার দলে খারাপ মানুষ থাকতে পারেনা। তিনি কখনও খারাপ মানুষকে প্রশ্রয় দেয়নি। সে ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বর্তমানেও কেউ কেউ দুষ্টামি করেন বা করতে চেষ্টা করেন। এগুলো পরিহার করুন। নয়তো বিএনপি বা অঙ্গসংগঠনে তার স্থান হবে না।

এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা। তারেক রহমান বিদেশে বসে সকল দলের রাজনীতিবিদ বা দেশের মানুষকে একত্রিত করেছেন। ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্বে ছিলেন। আগামীতে দেশের নেতৃত্বে আসবেন। নেতৃত্ব দিবেন তারেক রহমান।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলনসংগ্রামের মুখে হাসিনা পালিয়ে গেছে, হাসিনার ষড়যন্ত্র থেমে থাকেনি। এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। দেশে একটা স্বাভাবিক নির্বাচনের পরিবেশ থাকবে। নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। কিন্তু নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। নিবার্চিত সংসদ বা নির্বাচিত জনপ্রতিনিধি খুবই প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, অ্যাডভোকেট হাফিজুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল হাসেম, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারা ও সাধারণ সম্পাদক সুমি বেগমসহ বাংগাখাঁ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More