বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৫–এ সভাপতি পদে মো. আব্দুস ছাত্তার গাজী এবং সাধারণ সম্পাদক পদে মো. আল আমিন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) দিনভর ভোট শেষে বিকালে ফল ঘোষণা করেন বিএডিসির সেমিনার হলে প্রধান নির্বাচন কমিশনার ও মহাব্যবস্থাপক (অর্থ) রুনা লায়লা। অন্য নির্বাচন কমিশনার এসময় উপস্থিত ছিলেন।
নির্বাচনের দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিএডিসির অর্থ ও প্রশাসন পুলের কর্মকর্তারা নতুন নেতৃত্ব গঠনে ভোট দেন। সভাপতি পদে বিজয়ী প্রার্থী বিএডিসির প্রধান (মনিটরিং) মো. আব্দুস ছাত্তার গাজী মোট ভোটের ৬০ শতাংশ পান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএডিসির যুগ্ম পরিচালক মো. ইয়াছিন আলী পেয়েছেন ৪০ শতাংশ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী মো. আল আমিন ৫৯ শতাংশ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মোমেন পান ২৮ শতাংশ ভোট এবং একমাত্র নারী প্রার্থী মাহমুদা রহমান পান ১২ শতাংশ ভোট। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রিয়াজ উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
বিজয়ী সভাপতি মো. আব্দুস ছাত্তার গাজী জানান, অকুণ্ঠ সমর্থন, সহযোগিতা ও মূল্যবান ভোটের জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞ। বিজয়ী ও বিজিত সবাইকে নিয়ে একটি শক্তিশালী অ্যাসোসিয়েশন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএডিসির কর্মকর্তাদের ন্যায্য দাবি–দাওয়া বাস্তবায়নে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবে নতুন কমিটি।
নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেন, বিজয় মানে সবারই বিজয়। ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি।