অবসরের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। নভেম্বরে ডেভিস কাপে শেষবারের মতো খেলবেন ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা। আজ এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়ে তিনি জানান, চোটের কারণে জীবনের কঠিন বাস্তবতায় এই সিদ্ধান্ত তার।
সুইস তারকা রজার ফেদেরার আগেই অবসর নিয়েছিলেন। ফ্যাব থ্রি-‘র আরেক কিংবদন্তি রাফায়েল নাদালও বিদায় জানালেন টেনিসকে। তার ঝুলিতে ২২টি গ্র্যান্ড স্লাম। গত কয়েক বছর চোটে জর্জরিত ছিলেন এই স্প্যানিয়ার্ড। কয়েকবার করিয়েছেন অস্ত্রোপচার। অবসরের ইঙ্গিতটা বছরের শুরুতেই দিয়ে রেখেছিলেন। এবার সত্যিই বললেন– বিদায়।
পেশাদার টেনিস অঙ্গনে তরুণ নাদালের চমক শুরু হয় ২০০১ সালে। তাকে বলা হয়, লাল–সুড়কির রাজা। ২২টি গ্র্যান্ড স্লামের মধ্যে ১৪টি এসেছে রোলাঁ গারোয়। চারটি ইউএস ওপেন, দু‘টি অস্ট্রেলিয়ান ওপেন ও দু‘টি উইম্বলডন। ফেদেরারের সঙ্গে তার দ্বৈরথ ঠেকেছে অমরত্বে।
রোলাঁ গারোয় হোঁচট খাওয়া বেদনাদায়ক। যা ছিলো এবারের ফ্রেঞ্চ ওপেনে। যেখানে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন নাদাল। আলোচনা তখন থেকেই শুরু।
নভেম্বরে ডেভিস কাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন। রাফায়েল নাদালের গৌরবের ২৩ বছর পেশাদার টেনিস ক্যারিয়ারের ইতি হবে এই ক্লে কোর্টেই।
মোহাম্মদ হাসিব/ এজে/ দীপ্ত সংবাদ