সাম্পতিক গ্রেটা জারউইগ পরিচালিত ‘বার্বি’ সিনেমা মুক্তির তিন সপ্তাহে বক্স অফিসে আয় ১ বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) ছাড়িয়েছে। তিনি প্রথম নারী পরিচালক যার ছবি ১ বিলিয়ন ডলারের গণ্ডি পেড়িয়েছে।
বিনোদন কোম্পানি ওয়ার্নার ব্রোসের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে বক্স অফিসে বার্বি সিনেমাটি ১ দশমিক ০৩ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে।
বার্বি ২১ জুলাই এবং ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার একই সপ্তাহে রিলিজ হওয়ায় সামাজিক মাধ্যমে ‘বার্বেনহাইমার’ মিমির ক্রেজ তৈরি হয়। বার্বেনহাইমারের ক্রেজের মধ্যে বা বলা ভালো এই ভাইরাল হ্যাশট্যাগের মধ্যেও যে বার্বি সিনেমাটি একাকী এতটা ভালো ফল করবে সেটা খানিকটা প্রত্যাশিত ছিল বোধহয়। এবার সেই ছবি যেন নিজের একটা স্বতন্ত্র জায়গা তৈরি করে নিল। বক্স অফিসে তার এ সাফল্য বিরাট হলেও মোটেই অপ্রত্যাশিত ছিল না।
কমস্কোরের সিনিয়র মিডিয়া অ্যানালিস্ট পল ডারগারাবেডিয়ান এ প্রসঙ্গে বলেন, ‘আমি এ পেশায় গত ৩০ বছর ধরে আছি। বার্বি বলুন বা বার্বেনহাইমার এই ট্রেন্ড বা ক্রেজটা একেবারেই অপ্রত্যাশিত এবং অকল্পিত ছিল।’
তার ভাষ্য, অতীতে কম বেশি মাত্র ৫০টি ছবিই ইনফ্লেশনের কারণে ১ বিলিয়ন ডলারের গণ্ডি ছুঁতে পেরেছে।
বার্বি সিনেমাটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল ওয়ার্নার ব্রোস। বিশ্বজুড়ে এই ছবির এই বিপুল সাফল্যের নেপথ্যে রয়েছে কিছু বড় বড় মার্কেটে এই ছবিটিকে ঘিরে উন্মাদনা। এর মধ্যে অবশ্যই আছে ইংল্যান্ড, মেক্সিকো এবং অস্ট্রেলিয়া। মুক্তির থেকেই এই ছবিটি সেখানকার বক্স অফিসে সব থেকে বেশি ব্যবসা করেছে। এমনটাই বক্স অফিস ট্র্যাকিং সাইট মোজোর পক্ষ থেকে জানানো হয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ