বারোমাসি কাটিমন জাতের আম চাষে সফলতা পেয়েছেন দিনাজপুরের এক চিকিৎসক। গতবছর শুরু করা তার বাগানের প্রতিটি গাছে ধরেছে ফল। বছরে ৩ থেকে ৪ বার পাওয়া যায় এই আম। বাজারে ভালো চাহিদা থাকায় দামও বেশ।
অসময়ে গাছে গাছে দুলছে আম। দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নে নিজ গ্রামে বারোমাসি কাটিমন জাতের আমের এই বাগান গড়েছেন হাবিবুর রহমান হাবীব। শখের বশে এ কাজ শুরু করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক। প্রতিটি গাছ থেকে মিলছে ৫ থেকে ৭ কেজি পর্যন্ত আম। কেজিপ্রতি ৪০০ থেকে ৪৫০ টাকায় কিনছেন পাইকাররা।
ফলন ভালো এবং বাজারে চাহিদা থাকায় কাটিমন জাতের আম চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। এ বিষয়ে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বাগানের পরিসর বাড়াতে আমের কলম চারাও লাগিয়েছেন হাবিবুর রহমান হাবীব।