বাড়ি ছোট হোক বা বড় বারান্দাটা সুন্দর হওয়া চাই। অনেকেই বাড়ির ভেতর সুন্দর করে সাজালেও প্রায়ই বারান্দা বা বেলকনি সাজানোর কথা ভুলে যায়। অথচ বেলকনি বাড়ির সৌন্দর্যের অন্যতম অংশ।সুন্দর বারান্দা বাড়িয়ে তোলে বাড়ির সোভা।
চলুন জেনে নেয়া যাক বারান্দার সৌন্দর্য বৃদ্ধির সহজ উপায় –
সারাদিন পরিশ্রমের একঘেয়েমি কাটানোর উত্তম জায়গা বাড়ির বারান্দা। তাছাড়া বারান্দায় বসে সকালের চায়ের সাথে খবরের কাগজ পড়া অনেকের রোজকার অভ্যাস। তাই এই জায়গাটিকে সুন্দর করে তোলার জন্য একটু পরিশ্রম তো করতেই হবে। বাড়ির বারান্দাকেই আনন্দের জায়গা গড়ে তুলতে হবে।
বারান্দাটি বড় তবে সাজানো গোছানো নয় এমন বারান্দা কোনো কাজের না। সঠিক জিনিসপত্র দিয়ে একটি ছোট বারান্দাকেও সুন্দর করে তোলা যায়। ভাঁজযোগ্য জিনিস শুধু জায়গা সাশ্রয় করে না এগুলো চমৎকার আউটলুকও দেয়।বারান্দার সৌন্দর্য বাড়াতে ফ্লোরে অবশ্যই নজর দিতে হবে। ফ্লোরে ম্যাট ব্যবহার করা যেতে পারে। বারান্দার জন্য একটু অন্য ধরনের ম্যাট বেছে নিতে হয়। গ্রাস ম্যাট বা প্লাস্টিক ম্যাট বেশি ভালো হয়। বারান্দায় যদি বৃষ্টির পানি আসার সম্ভাবনা থাকে, তাবে কাপড়ের ফ্লোর ম্যাট এড়িয়ে যেতে হবে।
বারান্দায় ছোট ছোট ফুলের টব বসানো যেতে পারে বা আকারে ছোট বাগান করা যেতে পারে।সঠিক স্থানে টপগুলো রাখলে সৌন্দর্য বৃদ্ধি পাবে। রেলিংয়ের সাথে রঙিন টপ ঝুলিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা যেতে পারে। নানা প্রজাতির গাছ আপনার বারান্দার সৌন্দর্য বাড়িয়ে দেবে বহু গুণ। এতে বেলকনি হয়ে উঠবে সবুজ ও সতেজ।বারান্দার সৌন্দর্য বৃদ্ধির জন্য বাজারে পাওয়া যায় নান্দনিক ডিজাইনের টব। এরপরেও যদি মনে হয় কর্মব্যস্ততায় বারান্দায় গাছ রোপন করা বা এর যত্ন নেওয়ার সুযোগ হবেনা তাহলে কৃতিম ফুলের গাছ দিয়ে সাজানো যাবে। বাজারে স্বল্পমূল্যে পাওয়া যায় এই গাছ।
বাড়ির ভেতরের দেয়ালের মতো বারান্দার দেয়ালও বিভিন্ন রঙ করা যেতে পারে। বারান্দার দেওয়ালে রঙিন ও উজ্জ্বল রঙ করতে হবে। হলুদ, সবুজ, আকাশি, গোলাপির মতো রঙ বেছে নেওয়া যেতে পারে। ওয়াল পেন্টিংও করা যেতে পারে । পছন্দের লাইন লিখা যেতে পারে। গাছের ও ফুলের ছবি আঁকা যেতে পারে। এছাড়াও নানা ছবি , সাথে পছন্দ মতো ছবির ক্যানভাস, অ্যান্টিক টুকরো , ছোট ছোট মার্বেল পাথর , কৃতিম পাখির খাঁচা , আর্টিফিশিয়াল ফোয়ারা রাখতে পারেন। এছাড়াও বাজারে রয়েছে বিভিন্ন সৌন্দর্যবর্ধক সামগ্রী।
সিটিং অ্যারেঞ্জমেন্টে নজর দিতে হবে। এছাড়া অনেকেই বারান্দায় দোলনা ঝোলায়। দোলনা আউটডোর স্পেসকে আড়ম্বরপূর্ণ চেহারা দেবে। এটি আরামেরও স্থান তৈরি করবে।এমন জিনিস রাখা যাবেনা, যা পানিতে খারাপ হতে পারে। বা বৃষ্টির ছাঁট আসে, এরকম জায়গায় আসবাব রাখা যাবেনা। একটি সেন্টার টেবিল ও দুটি চেয়ার দিয়েও সাজিয়ে ফেলা যেতে পারে।
বেলকনি খালি রাখলে বড় দেখাবে এই ধারনা সঠিক নয়। এখানে বিভিন্ন ধরণের ছোট ছোট রঙিন বাতি ব্যবহার করা যেতে পারে এর ফলে বারান্দাকে সম্পূর্ণ নতুন চেহারা দেবে। অ্যান্টিকের কিছু রঙিন সিলিং ল্যাম্পও ব্যবহার করা যেতে পারে এর ফলে বারান্দাতে আরাও সৌন্দর্য যোগ করবে।
অনু/দীপ্ত সংবাদ