ঢাকার বাতাসে ভয়াবহ দূষণ পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কুইলিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৪৪৫, যা বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে।
এদিন দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, যার স্কোর ৪৪৪। তৃতীয় স্থান দখল করেছে পাকিস্তানের করাচি, যার স্কোর ২৪৮, এরপর ভিয়েতনামের হ্যানয় (২১৬) এবং মঙ্গোলিয়ার উলানবাটর (২১২) রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।
একিউআই স্কোর ৫০ বা তার কম হলে তা স্বাভাবিক বায়ু হিসেবে বিবেচিত হয়, ৫১–১০০ স্কোরকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। ১০১–১৫০ স্কোর বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ মনে করা হয় এবং ১৫১–২০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। এরপর, স্কোর ২০১–৩০০ হলে বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ হওয়া সত্ত্বেও শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১–৪০০ স্কোর হলে এটি ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু হিসেবে গণ্য হয়, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশ্বের ১০০টিরও বেশি শহরের বায়ু মানের তথ্য সংগ্রহ করে এবং তা বিশ্বজুড়ে পর্যবেক্ষণ করে আইকিউএয়ার।
ঢাকার বায়ু দূষণের প্রধান কারণগুলোতে রয়েছে- যানবাহন, নির্মাণকাজ, শিল্পকারখানার ধোঁয়া, বায়ুর গতির কমে যাওয়া এবং আবহাওয়ার কারণে তাপমাত্রার ওঠানামা। এসব উপাদান মিলে ঢাকায় বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে, যা শ্বাসকষ্ট, অ্যালার্জি, শ্বাসনালী রোগ, হৃদরোগসহ নানা ধরনের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করছে।