ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
এতে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী এবং মুকাব্বির হিসেবে মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।
নামাজের আগে ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহত করে বয়ান করেন।
তিনি বলেন, ঈদ আল্লাহর উপহার। এটি আমাদের জন্য খুশির বার্তা নিয়ে এসেছে। আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করার জন্য রমজান মাস দিয়েছেন। তিনি আমাদের জন্য রহমতের দরজা খোলা রেখেছেন। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সারাবছর জীবন পরিচালনা করতে হবে।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ উপলক্ষে আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী:
দ্বিতীয় জামাত: সকাল ৮টায়, ইমাম: হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, মুকাব্বির: মো. নাসিরউল্লাহ।
তৃতীয় জামাত: সকাল ৯টায়, ইমাম: মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান, মুকাব্বির: মো. আব্দুল হাদী।
চতুর্থ জামাত: সকাল ১০টায়, ইমাম: মুশতাক আহমদ, মুকাব্বির: মো. আলাউদ্দীন।
পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিটে, ইমাম: মুফতি মো. আব্দুল্লাহ, মুকাব্বির: রুহুল আমিন।
এসএ