দেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় রোববার (২৯ অক্টোবর) রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (৩০ আক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ৬মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাজায়নি।
রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে বাবুরহাটের (শেখেরচর) উত্তর পাশে খালপাড় মেইন গলিতে কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এদিকে, এখন পর্যন্ত ২০–২৫টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ীরা।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ