আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক পিতা আবদুর রাজ্জাক আর নেই।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রাত সাড়ে ১১টায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হিরো আলম লিখেছেন, ‘আমার বাবা একটু আগে মারা গেছে ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।’
হিরো আলম গণমাধ্যমকে জানান, বুধবার (১৬ এপ্রিল) বগুড়া সদরের এরুলিয়া গ্রামের নিজ বাড়িতে বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা হিরো আলম প্রায় সময়ই আলোচনায় থাকেন। কখনো মিউজিক ভিডিও, কনটেন্ট ও সমসাময়িক ইস্যুতে কথা বলে, আবার কখনো জাতীয় ইস্যুতে কথা বলে।
এসএ