উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জুনায়েদ মারা গেছে। বার্ন ইস্টিটিউটে নেওয়ার পথে মারা যায় জুনায়েদ।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেকে) আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে ঢামেকের জরুরি বিভাগের মর্গে আছে তার মরদেহ রাখা আছে। তার পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।
শাহবাগ থানার উপ পরিদর্শক প্রশান্ত বলেন, যেহেতু এ ঘটনা তুরাগ থানায় সেখানকার অফিসার্স ইনচার্জ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
দুর্ঘটনার পরপরই জুনায়েদকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সে সময় তার বাবা–মা কেউ উপস্থিত ছিল না। তার আইডি কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেয়ার করে শিশিুটির বাবা মায়ের সন্ধান চেয়েছিলেন। সে মাইলস্টোন স্কুলের বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।