পরিচালক হিসাবে নেটফ্লিক্স দুনিয়ায় আত্মপ্রকাশ করলেন শাহরুখপুত্র আরিয়ান খান। নেটফ্লিক্স ইন্ডিয়া উন্মোচন করেছে তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’র এর প্রথম ঝলক।
যেখানে বাবা শাহরুখ খান স্টাইলে এন্ট্রি নিলেন আরিয়ান। পার্থক্য শুধু কিং খান যেখানে ‘ভালোবাসা’ নিয়ে কথা বলেছেন, সেখানে ছেলে ‘সংগ্রাম’ নিয়ে কথা বললেন।
প্রথম দৃশ্যেই দর্শকদের টেনে নেয়া হয়েছে আদিত্য চোপড়া পরিচালিত ও শাহরুখ খান অভিনীত জনপ্রিয় ‘মোহাব্বতে’ সিনেমার স্বাক্ষর বহন করা ভায়োলিন সুরে। ভয়েস ওভারে একটি কণ্ঠ বলে, ‘এক লড়কি থি দিওয়ানি সি, এক লড়কে পে ওহ মরতি থি…।’
সিলুয়েট আকারে একজনকে দেখা গেলেও প্রথমে মনে হয় যেন শাহরুখই ফিরেছেন রোমান্টিক ভঙ্গিমায়। কিন্তু আলোতে আসতেই প্রকাশ পেলেন তার ছেলে আরিয়ান।
টিজারে রোমান্টিক দৃশ্যে দেখা গেছে সিরিজটির প্রধান দুই অভিনয়শিল্পী লক্ষ্য ও সাহের বাম্বারকে। যদিও তারপর আরিয়ান এসে চিত্রনাট্য উল্টে দেন! বলেন যে, ‘শো–তে যতটা প্রেম, ততটাই অ্যাকশন আর উন্মাদনা।’ এরপর মারামারি ও গ্ল্যামার দৃশ্য দেখা যায়।
এরপর আরিয়ান বলেন, ‘বলিউড জিস্সে আপনে সালোঁ সে পেয়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা, বহোত সারা প্যায়ার… অর থোড়া সা ওয়ার।’
শেষে বাবা শাহরুখের আইকনিক স্টাইলে তিনি বলেন— “পিকচার তো সালোঁ সে বাকি হ্যায়, পার শো অভ শুরু হোগা।”
দ্য ব্যা***ডস অব বলিউড সিরিজটির গল্পও লিখেছেন আরিয়ান। সহ–নির্মাতা হিসেবে রয়েছেন লাল সিদ্দিকি ও মানব চৌহান। প্রযোজনা করেছেন গৌরী খান। সাহের ও লক্ষ্য ছাড়াও এতে অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মণীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, গৌতমী কাপুর প্রমুখ।
নেটফ্লিক্সে সিরিজটির প্রিভিউ প্রকাশ পাবে ২০ আগস্ট। তবে এখনও মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি।
নেটফ্লিক্স সিইও টেড সারানডোস বলেছেন, সিরিজটি সত্যি দারুণ কিছু হতে যাচ্ছে। আরিয়ান এর আগে ‘দ্য লায়ন কিং’–এর হিন্দি সংস্করণে সিম্বার কণ্ঠ দিয়েছিলেন, যেখানে মুফাসার কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ। তিনি জানিয়েছেন, অভিনয় নয়— চলচ্চিত্র নির্মাণই তার স্বপ্ন।
এসএ