বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকায় কেনা যাবে মনোনয়ন পত্র।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে বাফুফে ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, ৯ অক্টোবর শুরু হবে মনোনয়নপত্র বিতরণ। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় ১৪ ও ১৫ অক্টোবর। আর ১৬ অক্টোবর হবে যাচাই–বাছাই। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকালে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন।
তফসিল অনুযায়ী মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহ–সভাপতি পদে ৭৫ হাজার, সহ–সভাপতি পদে ৫০ এবং সদস্য পদে ২৫ হাজার টাকা।
২৬ অক্টোবর নির্বাচনের দিন সকালে হোটেল ইন্টার কনটিনেন্টালে হবে বাফুফের বার্ষিক সাধারণ সভা। ভোট গ্রহণ চলবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর পরপরই ভোট গণনা ও ফলাফল প্রকাশিত হবে।
উল্লেখ্য, বাফুফের কার্যনির্বাহী কমিটিতে মোট পদ ২১টি। সভাপতি, সিনিয়র সহ–সভাপতি, সহ–সভাপতির ৪টি পদের পাশাপাশি নির্বাহী কমিটির সদস্যপদ সংখ্যা ১৫।
মোহাম্মদ হাসিব/এসএ