বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ–সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আবদুস সালাম মুর্শেদী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
২০০৮–২০২৪ সাল পর্যন্ত টানা চারবার বাফুফের দ্বিতীয় সর্বোচ্চ পদ সিনিয়র সহ–সভাপতি হিসেবে জয় পান সালাম মুর্শেদী। চলতি মেয়াদে বাফুফের ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যান ছিলেন।
সাবেক এই তারকা ফুটবলার খুলনা–৪ আসন থেকে বিদায়ী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন। টানা তিনবার তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য, গত মে মাসে দুর্নীতি ও অনিয়মের দায়ে বাফুফের পাঁচ কর্মকর্তাকে বড়সড় শাস্তি দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এদের মধ্যে একজন ছিলেন সালাম মুর্শেদী। তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে ফিফা।
মোহাম্মদ হাসিব/এসএ/দীপ্ত সংবাদ