বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বৃটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। খুব শীঘ্রই তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।
কাজ করার পরিবেশ না থাকাতে পল স্মলি সরে যাচ্ছেন বলে জানান কাজী সালাহউদ্দিন। পল তার এ সরে যাওয়ার বিষয়টি একদিন বাফুফের সভাপতির বাসায় গিয়ে বলে আসেন। কাজী সালাহউদ্দিন বলেন, ‘পল একদিন আমার বাসায় গিয়ে জানায় যে সে আর এখানে কাজ করবে না। বাংলাদেশে কাজের পরিবেশ তার ভালো লাগছে না। এখানে ফুটবল নিয়ে কথা হয় কম।’
পল স্মলির সঙ্গে বাফুফের চুক্তি রয়েছে আগামী বছর আগস্ট মাস পর্যন্ত। চুক্তির এক বছর আগেই চলে যাচ্ছেন পল স্মলি। এই বিষয়ে পলের মন্তব্য,‘ আমি গত প্রায় দেড় মাস যাবৎ সভাপতির সঙ্গে আলোচনা করছিলাম। কিছু বিষয় পরিবর্তনের জন্য। তিনি আমার পয়েন্টগুলো যৌক্তিক বললেও এটি স্থায়ীভাবে করতে সময় চেয়েছিলেন। সেই বিষয়গুলো পরিবর্তন না হওয়ায় আমি চলে যাচ্ছি। ’
এর আগেও তিনি বাংলাদেশে এসে ২০১৯ সালে চলে গিয়েছিলেন। পরে ব্রুনাইতে কিছুদিন কাজ করেছিলেন।
আল / দীপ্ত সংবাদ