কুড়িগ্রামে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের রাজনীতিতে বাপ–দাদার কোটায় নেতা হওয়া চলতে থাকলে দেশের ভাগ্য বদলাবে না। জনগণের ভোট ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) কুড়িগ্রামে এবি পার্টির প্রার্থী ডা. নজরুল ইসলামের নির্বাচনী আসনে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, বংশানুক্রমিক রাজনীতি ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। আর এবি পার্টি জনগণকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনতে কাজ করছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক, প্রার্থী ডা. নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হলে শুধু প্রতিবাদ নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিএসএফকে কঠোরভাবে মোকাবিলা করলেই সীমান্ত হত্যা শূন্যে নামবে। তিনি বছরের পর বছর ধরে সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের উদ্যোগ নিতে আহ্বান করেন।
এছাড়া কুড়িগ্রামের তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা, কৃষকদের ন্যায্যমূল্যে সার ও সেচের সহজলভ্যতা নিশ্চিত, অবকাঠামো ও চিকিৎসা খাতে উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।