সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বাংলার পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়েছে বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী।
বুধবার (১২ এপ্রিল) ভোরে শহরের মারমা বাজার ঘাটে বিভিন্ন বয়সের নারী–পুরুষ পানিতে ফুল ভাসিয়ে ঐতিহ্যবাহী এই উৎসব উদ্যাপন করে।
এই দিনকে চাকমারা বলে ফুল বিজু আর তঞ্চঙ্গ্যারা ফুল বিষু।
নতুন বছর বরণ উপলক্ষে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় আয়োজন করে বিশেষ একটি খেলা। এ খেলাকে ‘ঘিলা’ খেলা বলা হয়। ঘিলা হলো জংলি লতায় জন্মানো এক প্রকার বীজ। এই বীজ দিয়ে তঞ্চঙ্গ্যারা খেলা করে। তাঁদের বিশ্বাস আদিকালে এক প্রেমিক যুগল এই ঘিলা খেলা খেলে তাদের ভালোবাসা পরিপূর্ণ করেছিল; এই বিশ্বাস থেকেই তঞ্চঙ্গ্যা সম্প্রদায় প্রতিবছরই ঘিলা খেলায় মেতে ওঠে।
তাদের বিশ্বাস, এই ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরোনো বছরের গ্লানি মুছে গিয়ে নতুন বছর বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। যুগ যুগ ধরে এই উৎসব উদ্যাপন করে আসছে পাহাড়িরা।
পাহাড়ে এ উৎসবকে উপভোগ করতে দেশের বিভিন্ন জেলা জেলা থেকে আসেন পর্যটকরাও।
অনু/দীপ্ত সংবাদ