বান্দরবানের রুমায় দু:স্থ নারীদের ভিজিডির চাল বিতরণের পাশ বইয়ে এক ব্যক্তিকে দিয়ে প্রায় ৩০টিরও বেশি বইয়ে টিপসই দেয়ার অভিযোগ ওঠেছে। এদিকে টিপসই দেয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (৫ জুন) সকালে রুমা বাজারের ৪ নম্বর গালেঙ্গ্যা অস্থায়ী কার্যালয়ে ভিজিডির চাল বিতরণকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২০৩৩–২৪ অর্থ বছরে রুমা উপজেলার দুর্গম এলাকা গালেঙ্গ্যা ইউনিয়নে স্বামী পরিত্যক্তা, অস্বচ্ছল দু:স্থ ৩০৩ জন নারীকে উপকারভোগী করে তালিকা করা হয়। সে চুড়ান্ত তালিকা অনুয়ায়ী প্রতিজনকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চাকমার উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো। এসময় ইউনিয়নের লাংচেই পাড়ার কাইপ্রে ম্রো নামে এক ব্যক্তিকে প্রায় ৩০ জনের অধিক উপকারভোগী নারীদের চাল বিতরণের বইয়ে টিপসই দিতে দেখা যায়। এ দৃশ্যটি গোপনে মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ট্যাগ অফিসারের সামনে ওই ব্যক্তি একাই ৩০ টির বেশি বইয়ে টিপসই দিচ্ছেন।
তবে এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো জানান, রুমায় বর্তমানে পরিস্থিতি খারাপ থাকায় অনেকে চাল নিতে আসেনি। তাই কয়েকজনকে পরিবহনের খরচ দিয়ে উপকারভোগীরা পাঠিয়েছে। এখানে কোন দুর্নীতি হয়নি বলে জানান তিনি।
ক্যমুই অং মারমা/এমি/দীপ্ত নিউজ