টানা বৃষ্টিতে বান্দরবান–থানচি সড়কের কয়েকটি জায়গায় ধসে পড়েছে ছোট বড় পাহাড়।
সকাল থেকে কয়েক ঘন্টা বন্ধ ছিলো বান্দরবান–থানচির সড়ক যোগাযোগের ব্যবস্থা। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথ উদ্যেগে যান চলাচল স্বাভাবিক হয়।
পাহাড় ধ্বসের ঝুঁকিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে বিভিন্ন এলাকায় মাইকিং ।
অন্যদিকে, বান্দরবানে টানা বৃষ্টিতে উজান থেকে পানি নেমে আসায় বেড়েছে সাঙ্গু নদীর পানি। ফলে নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের ঘরবাড়ি পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়াও শহরের আর্মি পাড়া, মেম্বার পাড়া, শেরে বাংলা নগর, ওয়াপদা ব্রিজ সংলগ্ন এলাকা ও ইসলামপুরসহ নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর জানান, বন্যা পরিস্থিতি অবনতি হলে ব্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১ আগস্ট) থেকে টানা হালকা ও ভারী বর্ষণ হচ্ছে বান্দরবানে।
এসএ/দীপ্ত নিউজ