বান্দরবানের সবুজ পাহাড়জুড়ে এখন দোল খাচ্ছে জুমের পাকা ধান। যতদূর চোখ যায়, শুধুই সোনালী রঙের আভা।
জুমের সোনালী ধানে ছেয়ে গেছে বান্দরবানের পাহাড়গুলো। চলছে ফসল কাটার উৎসব। তবে এবার ভারী বৃষ্টিপাতের কারণে কিছু ফলন নষ্ট হয়েছে।
ভোরের আলো ফোটার সাথে সাথে নারী–পুরুষ দল বেঁধে নেমে পড়ছেন ধান কাটায়। বিকেল পর্যন্ত চলে কষ্টের ফসল ঘরে তোলার কাজ।
একইসঙ্গে মাড়াইয়ের কাজে ব্যস্ত পাহাড়িরা। সব মিলে এখন ব্যস্ততা প্রায় সবার বাড়িতে।
এদিকে, ধানের পাশাপাশি ভূট্টাসহ অন্যান্য ফসল ঘরে তুলছেন বান্দরবানের মানুষ। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা সংশ্লিষ্টদের।
অক্টোবর মাসজুড়েই পাহাড়ে পাহাড়ে চলবে জুমের এই ধানকাটার আয়োজন।
এসএ/দীপ্ত নিউজ