বান্দরবানের রোয়াংছড়িতে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত ৮ জনের পরিচয় পাওয়া গেলেও লাশ নিতে আসেনি পরিবারের লোকজন। তবে ময়না তদন্ত শেষে মৃতদেহগুলো বম জনগোষ্ঠীর সামাজিক সংগঠন বম স্যোশাল কাউন্সিলের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার (৮ এপ্রিল) বিকালে বান্দরবান সদর হাসপাতালের মর্গ থেকে মৃতদেহগুলো গ্রহণ করেন বম স্যোশাল কাউন্সিলের সভাপতি জারলম বম।
বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নিহতদের ময়না তদন্তের কাজ সম্পন্ন হয়েছে। তবে পরিবারের স্বজনরা লাশ গ্রহণ করতে না আসায় বম জনগোষ্ঠীর সামাজিক সংগঠন বম স্যোশাল কাউন্সিলের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী খামতাং পাড়া এলাকায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাসনাল আর্মী (কেএনএ) সাথে ইউপিডিএফ গনতান্ত্রিক এর মধ্যে গোলাগুলিতে ৮ জন নিহত হন।
আফ/দীপ্ত সংবাদ