বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর পুতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে রাশেদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।
মঙ্গলবার (২৩ মে) সকালে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী বঙ্কু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ও আহত উভয়ই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে থানচি–লিক্রি নব নির্মিত সীমান্ত সড়কের পাশে জঙ্গল কাটার কাজ করছিল রাশেদ ও দুলাল। এসময় হঠাৎ মাটিতে পুতে রাখা আইইডি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামের এক শ্রমিক মারা যান এবং দুলাল নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক আইইডি বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যমুই অং মারমা/আফ/দীপ্ত নিউজ