ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ ‘ম্যারিনেট’ গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে ইসরায়েলি নৌবাহিনীর হাতে অন্যান্য নৌযান আটক হওয়ায় বিশ্বব্যাপী প্রতিবাদ ছড়িয়ে পড়ে।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এ অভিযানে ডজনখানেক নৌযান অংশ নিয়েছিল। গত মাসে যাত্রা শুরু করা এ বহরে ছিলেন রাজনীতিবিদ ও কর্মী–অভিযানকারীরা।
তাদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও। বুধবার (০১ অক্টোবর) থেকে ইসরায়েলি নৌবাহিনী নৌযানগুলো আটক করতে শুরু করে। বৃহস্পতিবার ইসরায়েলের এক কর্মকর্তা জানান, ৪০০ জনেরও বেশি যাত্রী বহনকারী নৌযানগুলোকে উপকূলে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে।
ফ্লোটিলা জানিয়েছে, তাদের ৪২টি নৌযান ‘অবৈধভাবে আটক’ করা হয়েছে এবং যাত্রীদের ‘অবৈধভাবে অপহরণ’ করা হয়েছে।
ফলে এখন কেবল একটি নৌযান ‘ম্যারিনেট’ ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর মিশন চালিয়ে যাচ্ছে। ফ্লোটিলা তাদের ট্র্যাকার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।