মানুষ বিভিন্ন প্রাণী পুষতে ভালবাসে এবং এসব প্রাণীর কাছাকাছি থাকতে পছন্দ করে। এভাবে বিভিন্ন প্রাণী ও মানুষের মাঝে এক ধরনের বন্ধন গড়ে ওঠে। তবে ফিলিপাইনের এক শিক্ষক যে গল্পটি তৈরি করেছেন, তা বেশ ব্যতিক্রমী। কুকুর–বিড়াল নয়, তিনি পোষ মানিয়েছেন একটি বাদুড়কে। আহত অবস্থায় বাসার ছাদে পাওয়া সেই ছোট্ট বাদুড় এখন তার পরিবারের সদস্য হয়ে উঠেছে।
ফিলিপাইনের উত্তর মিন্দানাও অঞ্চলের মিসামিস অক্সিডেন্টাল প্রদেশে পরিবারসহ থাকেন শিক্ষক এমিল। একদিন বাসার ছাদে আহত অবস্থায় ছোট্ট একটি বাদুড়কে দেখতে পান তিনি। বাসায় নিয়ে এসে সেবা করে সুস্থ করে তোলেন। সেই থেকে শুরু তাদের বন্ধুত্ব। বাদুড়টির নাম রেখেছেন কেরু।
এমিল জানান, ছোটবেলা থেকেই কেরু তাদের সঙ্গে থাকায় পরিবারের সবার সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। তিনি বলেন, কেরুকে আমরা সন্তান হিসেবেই দেখি। বাইরে থাকলে তাকে ফোন করি, আর আমি বাসায় ফিরলেই সে উড়ে এসে আমার কাছে বসে।
শুধু এমিল নন, তার স্ত্রী কারমেলসহ পরিবারের সবাই কেরুকে ভালোবাসেন। কারমেল বলেন, কেরু বন্যপ্রাণী হলেও মানুষের প্রতি ভালোবাসা দেখাতে সক্ষম। সে জানে কীভাবে মানুষের সঙ্গে বন্ধন গড়ে তুলতে হয়।
মানুষ ও বাদুড়ের এ সম্পর্ক সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এমন বন্ধুত্ব দেখে বিস্ময় ও প্রশংসা জানিয়েছেন।
ইশরাত সুমা / দীপ্ত নিউজ