বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছে ভারত। তবে বাতিল হয়নি। তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজটি ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে পুনঃনির্ধারণ করা হয়েছে নতুন সফরসূচি।
শনিবার (৫ জুলাই) বিসিবি এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২৬ সালে সেপ্টেম্বর মাসে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। সিরিজের সূচি পরে ঠিক করা হবে।
এদিকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিবৃতিতে জানিয়েছে, ভারত জাতীয় দলের বাংলাদেশ সফর এ বছরের মতো স্থগিত করা হয়েছে। মূলত দুই দেশের বোর্ড আলোচনা করে সিরিজটি পেছানোর ব্যাপারে সম্মত হয়েছে। সফরের বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট বাংলাদেশ সফরে এসে ৩ ওয়ানডে ও ৩ টি–টোয়েন্টি খেলার কথা ভারতীয় ক্রিকেট দলের।
প্রসঙ্গত, সবশেষ ২০২২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সফর করেছিল ভারত।
এসএ