ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাটজাত পণ্যের বেশ চাহিদা। দাম ক্রয়সীমার মধ্যে থাকায়, গতকাল মেলার ২০তম দিনে হু হু করে বিক্রি হয় এসব পণ্য। খুশি দোকানিরা।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায়, শুক্রবার সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় করতে থাকেন ক্রেতা-দর্শনার্থীরা। পয়লা জানুয়ারি থেকে, অনেকের জন্য এটি হয়ে ওঠে নির্ভার সময় কাটানোর জায়গা।
এবার পাটপণ্যের দোকানগুলো নজর কাড়ছে সবার। শোভা পাচ্ছে ব্যাগ-জুতা-কার্পেট, ঝুড়ি, ফুলদানিসহ শতাধিক পণ্য। প্রায় প্রতিটি দোকানেই লেগে থাকছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়।
এসব পণ্যের মূল আকর্ষণ নকশা ও কারুকাজ। দামও প্রায় সবার সাধ্যের মধ্যেই। দেশের পাশাপাশি অন্যান্য দেশেও পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে বলে জানান উদ্যোক্তারা।
এবারের বাণিজ্য মেলায় পাটপণ্যের পসরা সাজিয়েছে ২০টি স্টল।