গতকাল সাপ্তাহিক ছুটি থাকায় বাণিজ্য মেলায় ছিল ক্রেতা দর্শনার্থীর উপচেপড়া ভিড়। বেশি বিক্রি হয়েছে ইলেকট্রনিক্স পণ্য। বরাবরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের চাহিদা ও পছন্দের শীর্ষে রয়েছে ইলেকট্রনিক্স পণ্য।
বাণিজ্য মেলার অন্যান্য স্টল যখন ক্রেতা শূন্য তখন ইলেকট্রনিক্স পণ্যের স্টলগুলোতে ভিড় উপচেপড়া। ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ইলেকট্রনিক মোটরসাইকেল, ব্লেন্ডার ও রাইস কুকার। দেশে উৎপাদিত এসব ইলেকট্রনিক পণ্য রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে।
বিদেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের সমাহার থাকলেও, দেশি পণ্যের প্রতি আস্থা রাখছেন ক্রেতারা।
এবার মেলায় দৃষ্টি আকর্ষণ করেছে ১৪ ক্যারেট স্বর্ণের বল পেন। যার দাম চাওয়া হচ্ছে ২৬ হাজার টাকা।