বাণিজ্য মেলায় ওঠা নতুন নতুন ইলেকট্রনিক সামগ্রীর প্রতি আগ্রহ বাড়ছে নগরবাসীর। ফলে বেড়েছে বিক্রিও।
আন্তজার্তিক বাণিজ্য মেলা মানেই বিভিন্ন দেশের নানান পণ্যের পসরা। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সেরা ও নতুন সামগ্রী ক্রেতাদের হাতে তুলে দিতে চান ব্যবসায়ীরা। একটি টেবিলে আছে, বৈদ্যুতিক পানির কেটলি, তারবিহীন মোবাইল চার্জার, সঙ্গে ফ্রিজার। স্মার্ট টি টেবিল নামের এই পণ্য এনেছে বাংলাদেশের ইলেকট্রিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান।
মাল্টিমিডিয়া হোয়াইট বোর্ড মনে হলেও, এখানে করা যাবে কম্পিউটারের সকল কাজ। দেখা যাবে টেলিভিশনও। নতুন এ প্রযুক্তির সঙ্গে আছে, অ্যান্টি ফাঙ্গাল ফ্রিজও। নতুন ধরনের পণ্যের সঙ্গে পরিচিত হতে পেরে খুশি ক্রেতারাও।
ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে, বাণিজ্য মেলায় আনা নতুন পণ্যগুলো রপ্তানি করে আয় বাড়াতে চান তারা।