দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের অভিযোগ, বাণিজ্যমন্ত্রী নিজেই বাজার সিন্ডিকেটের লোক।
সোমবার (২৬ জুন) সকাল দশটায় শুধু হয় সংসদের অধিবেশন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বিভিন্ন ছাটাই প্রস্তাব নিয়ে কন্ঠভোট অনুষ্ঠিত হয়। একইসাথে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী–প্রতিমন্ত্রীরা আগামী অর্থবছরের জন্য বরাদ্দকৃত বাজেট সংসদে পাসের জন্য স্পিকারকে অনুরোধ জানান।
স্পিকার মন্ত্রণালয়গুলোর প্রস্তাবিত বাজেট সংসদে পাসের জন্য কন্ঠভোট দিলে সব প্রস্তাব সংসদে পাস হয়। অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির অধিকাংশ সংসদ সদস্য বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বাণিজ্য মন্ত্রীকে দোষারোপ করেন।
আল / দীপ্ত সংবাদ