রাজধানীর বাড্ডায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতের নাম সোলেমান (৩০) আর দগ্ধ নারীর নাম শান্তা বেগম (২৭) বলে জানা গেছে। রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে অথবা সুয়ারেজ লাইনের বিষাক্ত গ্যাস থেকে এই বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডার ৪ নং ডিআইটি রোডের তিনতলা একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়।
ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, সকাল ৬:৪৩ মিনিটে খবর পেয়ে বারিধারার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসাটির নিচতলায় বিকট বিস্ফোরণ হয়েছে। সেই বাড়িটির সামনে রাস্তা থেকে উদ্ধার করা হয় সোলেমান নামে ওই যুবকের লাশ।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, নিচ তলার বাসার রান্নাঘরে তিতাস গ্যাসের লাইনের পাইপ থেকে লিক হয়ে গ্যাস জমে ছিল অথবা বাসার সামনে সুয়ারেজ লাইন থেকে বিষাক্ত গ্যাস ওই বাসায় জমে ছিল। সেখান থেকেই সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।
আল / দীপ্ত সংবাদ