মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুর থেকে দুই জমজ শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে বাবা মার দিকে অভিযোগ তুলেছেন স্বজনরা। অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এই বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।
সোমবার (৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় মৃত দুই শিশুর বাড়ির পেছনে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন শিশুর চাচা সাকিব শেখ।
মৃত লামিয়া ও সামিহার বয়স ৫ মাস। তারা সোহাগ শেখ (২৮) ও শান্তা বেগম (২৪) দম্পতির দুই জমজ মেয়ে।
চাচা সাকিব শেখ জানান, রাত ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে এগিয়ে এলে শান্তা জানায় তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু সে সময় সোহাগ শেখকে আমি ঘরে দেখতে পাইনি। পরে আমি দৌড়ে পুকুরে গিয়ে দেখি উপুড় অবস্থায় শিশু দুইটি পড়ে আছে। দ্রুত তাদের উঠিয়ে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তাদের পেটভর্তি পানি ছিলো।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, প্রাথমিকভাবে সন্দেহের তীর বাবা–মায়ের দিকেই। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কায়সার হামিদ/এজে/দীপ্ত সংবাদ