বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটাররা এখনও সেঞ্চুরির দেখা না পেলেও সেই দু:খ ভুলিয়ে দিচ্ছে সবজির বাজার। করলা, বেগুন, সিম, গাজর এমনকি গাঁটি কচু দামের সেঞ্চুরির খাতায় নাম লিখিয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সাপ্তাহিক ছুটি হওয়ায় কারওয়ান বাজারে ক্রেতা সমাগম বেশ ভাল। তবে পছন্দের সবজি কিনতে গিয়ে দাম নিয়ে বাধে বিপত্তি।
রাজধানীতে কয়েকটি সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। এজন্য চাহিদার চেয়ে যোগানের ঘাটতিকে দায়ি করছেন আড়তদাররা।
অথচ বাজারে শীতের সবজি সহ কোন কিছুরই ঘাটতি চোখে পরে না। সরবরাহ বা ঝড়–বৃষ্টি না থাকলেও চড়া দাম নিয়ে বিক্রেতার অজুহাতের শেষ নেই। সপ্তাহের ব্যবধানে আরও উর্ধ্বমুখি পেঁয়াজ ও আলুর দাম।
পরিবারের আমিষ চাহিদা মেটাতে মাছ অপরিহার্য। মাছের দাম নিয়ে রয়েছে ক্রেতা–বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া।
খাদ্য পণ্যের দাম নিয়ে নিম্ন ও মধ্যবিত্তরা বলছেন, বাজারের তালিকা কাটছাট করতে করতে প্রয়োজনীয় পুষ্টি যোগানও বর্তমানে কঠিন হয়ে উঠেছে।
এসএ/দীপ্ত নিউজ