ক্রমশ বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কমছে না মাছ–মাংস, সবজিসহ মসলার দামও। রাজধানীতে বেড়েছে আদার দাম। এছাড়া বাড়তি দামেই স্থিতিশীল আছে, মাছ মাংসসহ অন্যান্য সবজি। বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।
রাজধানীর কারওয়ান বাজারে এ সপ্তাহে নিত্যপণ্যের দাম মোটামুটি স্থিতিশীল আছে। তবে নতুন করে বেড়েছে আদার দাম। দেশি আদা আগের দামে বিক্রি হলেও, আমদানি করা আদা কেজিতে বেড়েছে ৬০–৭০ টাকা।
মোটা চাল স্বর্ণা ও পাইজাম কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। আর আটাশ, মিনিকেট ও নাজিরশাইল মিলছে ৫২ থেকে ৭২ টাকার মধ্যে।
এতদিন বাড়তি থাকলেও এ সপ্তাহে কিছুটা কমেছে বিভিন্ন মশলা ও ডালের দাম। জিরা কেজিতে প্রায় ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়। এলাচ ১৫শ থেকে ১৬শ টাকা এবং ধনিয়া ২৬০ থেকে ২৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
সবজির দামও স্থিতিশীল। বেগুন, করলা, পটলসহ বিভিন্ন সবজি মিলছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে।
এমি/দীপ্ত নিউজ