দিনের শুরুটা যতো ভালো হলো, শেষটা হলো ঠিক তার উল্টো। সিলেট টেস্টের প্রথম দিন শেষে টাইগারদের ঝুলিতে মাত্র ৩২ রান, তাও আবার ৩ উইকেটে হারিয়ে। এতে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৮০ রানের জবাবে, স্বাগতিকরা পিছিয়ে ২৪৮ রানে।
সিলেটে সবুজ উইকেটের টেস্টে আধিপত্য দেখালেন পেসাররা। আশা, হতাশা, উত্থান কিংবা পতন- সবটারই দেখা মিললো সিলেট টেস্টের প্রথম দিনে। তবে দিন শেষে বাংলাদেশের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কাই।
শুরুটা অবশ্য দুর্দান্ত ছিলো স্বাগতিকদের। টস জিতে লঙ্কাদের আগে ব্যাটিংয়ে নামিয়ে ৫৭ রানেই ৫ উইকেট তুলে নেন টাইগার বোলাররা।
তবে ষষ্ঠ উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ২০২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অতিথিরা। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ধনাঞ্জয়ার ক্যারিয়ারের একাদশ আর মেন্ডিসের অভিষেক শতক।
তবে দিন পার করতে পারেনি তারা। দুজনকেই প্যাভিলিয়নের পথ দেখান, অভিষিক্ত টাইগার পেসার নাহিদ রানা। শেষ পর্যন্ত সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয় ২৮০ রানে।
জবাবে শেষ বিকালে ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ফ্যাকাশে। জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক কেউই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম দিন শেষে ৩ উইকেটে স্বাগতিকদের রান ৩২। লঙ্কানদের চেয়ে ২৪৮ রানে পিছিয়ে থেকে শনিবার, টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে তারা।