আগামীকাল বুধবার (৫ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটের আকার হতে পারে প্রায় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
চলতি অর্থবছরের তুলনায় বাজেটের আকার ৪ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। সামগ্রিক ঘাটতি ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
নির্বাচনী ইশতেহারে ঘোষিত উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকট নিরসন, রাজস্ব আহরণ পরিধি বৃদ্ধি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের লক্ষমাত্রা এমন সব নানা সংকটের মধ্যেই টানা চার দফায় নির্বাচিত আওয়ামী লীগ সরকারের ১৬তম বাজেট উপস্থাপন হতে যাচ্ছে।
এবারের বাজেটের স্লোগান সুখি, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম ও বাংলাদেশের ৫৩তম বাজেট। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকার বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। সামগ্রিক ঘাটতি ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ।
আসন্ন বাজেটে এনবিআরকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। পরিকল্পনা প্রতিমন্ত্রীর দৃষ্টিতে এবারের বাজেট অবশ্যই জটিল। কর আদায়ের হার বৃদ্ধি তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জটিল সমীকরণের বাজেটে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।
প্রণোদনা ও ভর্তুকি খাতে আসন্ন বাজেটে প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়াচ্ছে সরকার। আগামী অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে আওতা বাড়ছে সামান্য। একইসঙ্গে মানুষকে স্বস্তি দিতে সারে অব্যাহত থাকবে ভর্তুকি। কৃষিতে ভর্তুকি থাকছে একই, তবে বাড়ছে খাদ্যে। আর সর্বোচ্চ ভর্তৃকি বাড়ানো হবে বৈদ্যুতিক খাতে।
ব্যক্তিকর সীমা এবারও বাজেটে নাও বাড়াতে পারে। বাজেটে ঘোষণা আসতে পারে এমপিদের গাড়ি কেনায় জুলাই থেকে দিতে হতে পারে ৪৩ শতাংশ কর।