‘বাংলাদেশে বাজার, বাজারের গতিতে চলে না‘ জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামানের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ভোক্তা অধিদপ্তরের ডিজি বলেছিলেন, ‘আমি নিউজে দেখলাম, বিশেষজ্ঞরা বলছেন– বাজার, বাজারের গতিতে চলে। এই যে একেকজন বুদ্ধিজীবী একেক মন্তব্য করেন। বাংলাদেশে তো প্রকৃত অর্থে বাজার, বাজারের মতো চলে না। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, এখানে বাজার নিয়ন্ত্রণ করে কর্পরেট গ্রুপগুলো। তারা এসএমএসের মাধ্যমে পণ্যের দাম নিয়ন্ত্রণ করছে। আমি দায়িত্ব নিয়েই বলতে চাই– আমাদের দেশে বাজার নিয়ন্ত্রণ করে হাতে গোনা চার–পাঁচটা কর্পরেট গ্রুপ। এই বিষয়টি এতদিন কেউ বলেনি, আমি এখন স্পষ্টভাবে বলছি।‘
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দীপ্ত টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান—বিজট্রেন্ডস–এ ‘বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্য‘ নিয়ে আলোচনায় অংশ নেন সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিকের (সিরডাপ) পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ হেলাল উদ্দিন এবং লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা।
ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘ভোক্তা অধিদপ্তরের ডিজির কথা শুনে আমার মাঝে মাঝে মনে হয়– আমি অর্থনীতি যা পড়েছি তা হয়তো বুঝি নাই। অথবা অর্থনীতি–ই পড়ি নাই; অর্থনীতির নামে যা পড়েছি তা হয়তো অন্যকিছু। উনি যদি তিন মাস, ছয় মাসে বাজার ব্যবস্থা বুঝে ফেলেন তাহলে তো আর বলার কিছু থাকে না। দাম কমলে বাজার ব্যবস্থা কাজ করে, আর দাম বাড়লে বাজার ব্যবস্থা কাজ করে না– এই তত্ত্ব যদি কেউ দেন; তবে বলতে হয়– বাজার সম্পর্কে তার বেসিক ধারণাই নেই।‘
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে একটা বদ্ধমূল ধারণা আছে– দাম বাড়লে বাজার ব্যবস্থা কাজ করছে না; সবকিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। কোথায় লেখা আছে যে, বাজারে জিনিসপত্রের দাম বাড়তে পারবে না! বিশ্বের সব দেশেই পণ্যের দাম উঠা–নামা করে। চাহিদা ও যোগান তত্ত্ব অনুযায়ী পণ্যের দাম নির্ধারিত হয়। কিন্তু উনি বলছেন– বাংলাদেশে চাহিদা ও যোগান তত্ত্ব কাজ করে না।‘
গওহার নঈম ওয়ারা বলেন, ‘কোনো পণ্যের দাম বেড়ে গেলে আমরা হায়, হায় করি; দাম তো অনেক সময় কমেও যায়। তখন তো ব্যবসায়ীদের লোকসান হয়। সরকারের কর্মকর্তারা বলছেন– ব্যবসায়ীরা এত শতাংশের বেশি লাভ করতে পারবেন না। তাহলে তো এটা নির্ধারণ করে দেয়া উচিত– এত শতাংশের বেশি লোকসান দেবেন না। সেটা কি তারা করতে পারবেন? না, পারবেন না।‘
ব্যবসায়ীদের নিয়ে সরকারের মনোভাবের বিষয়ে বিশ্লেষকরা বলেন, ব্যবসায়ীদের কাঠগড়ায় দাঁড় করাবেন না; তাদের সঙ্গে প্রকৃত তথ্য–উপাত্ত নিয়ে বাজারের চাহিদা বিষয়টি সমন্বয় করতে হবে।
আল / দীপ্ত সংবাদ