দেশের বাজারে আরও বেড়েছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজিতে বেড়েছে ১০ টাকা। বাজারে নতুন আলু আসলেও সরবরাহ কম থাকায় দাম কমছে না বলে দাবি আড়ৎদারদের।
কৃষি অর্থনীতিবিদরা বলছেন, ফেব্রুয়ারির আগে আলুর দাম কমার সম্ভাবনা কম।
গত সেপ্টেম্বর থেকে বাজারে আলুর দাম বাড়তে শুরু করে। ভারত থেকে আলু আমদানি করেও সেই লাগাম টানা যায়নি। নতুন আলু বাজারে এলেও দাম কমেনি।
গত সপ্তাহে খুচরায় ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে পুরোনো আলু আকার ভেদে খুচরায় বিক্রি হয় ৭০ থেকে ৮০ টাকা কেজি। এর সাথে পাল্লা দিচ্ছে নতুন আলুর দাম।
নতুন আলু পুরোদমে বাজারে না আসা, পুরান আলুর সরবরাহে ঘাটতি, আমদানি বন্ধ হওয়া ও বৈরি আবহাওয়ায় আলুর উৎপাদন ব্যাহত হওয়াসহ নানা অজুহাত দেখাচ্ছেন আড়ৎদাররা।
আলুর এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বিরক্ত ক্রেতারা। ফেব্রুয়ারির আগে আলুর দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা।
কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক জাহাঙ্গীর আলম মনে করেন, আলুর দামে লাগাম টানতে সরকারি পর্যায়ে মজুদ বাড়ানো প্রয়োজন।
এসএ/দীপ্ত নিউজ