বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি, সরবরাহেও ঘাটতি নেই। তবুও সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে ৫ টাকা পর্যন্ত।
এদিকে, গত সপ্তাহের তুলনায় খানিকটা দাম বেড়েছে রসুনের। আর গরুর মাংস বিক্রি হচ্ছে সরকারের বেধে দেয়া ৬৫০ টাকা দরেই।
চাহিদার বিপরীতে সরবরাহ রয়েছে স্বাভাবিক। যেকোন শীতকালীন সবজি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। সিম, ফুলকপির দর ৪০ থেকে ৬০ টাকা। যা গত সপ্তাহের তুলনায় কিছুটা বেশি।
তবে, বাজারে এখন সবচেয়ে দামি টমেটো। যা সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে।
বাজারে আদার ঝাঁজ না বাড়লেও, রসুনের দাম বেড়েছে বিশ থেকে চল্লিশ টাকা। নতুন পেঁয়াজ ১২০ টাকায় মিললেও, আগের পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে দেড়শ টাকা।
এদিকে প্রায় ৬ মাস পর কমে আসা গরুর মাংস বিক্রি হচ্ছে, সরকার নির্ধারিত সাড়ে ছয়শো টাকায়।
এসএ/দীপ্ত নিউজ