নিত্যপণ্যের উর্ধ্বমুখী দামের মাঝে কিছুটা স্বস্তি দিচ্ছে গরুর মাংস। বিক্রি হচ্ছে বেধে দেয়া সাড়ে ছয়শ টাকা দরে। তবে ভরা মৌসুমেও একটি দুটি ছাড়া প্রায় সব ধরনের সবজির দামই চড়া।
শুক্রবার (২২ ডিসেম্বর) সরকারি ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে সাজিয়ে রাখা হয় গরুর মাংস বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত সাড়ে ছয়শো টাকা কেজি দরে। এতে বিক্রি আগের চেয়ে কিছুটা বেড়েছে বাঙালির কাছে বেশ প্রিয় এই মাংসের।
বেশি দামের কারণে অনেকেই যারা গরুর মাংস খাওয়া কমিয়ে বা বাদ দিয়েছিলেন তারাও এখন দোকানে ভিড় করছেন।
সাড়ে ছয়শো টাকা কেজিতে বিক্রি কিছুটা বাড়লেও লাভ করা কঠিন হয়ে পড়েছে জানান দোকানিরা।
কারওয়ান বাজার থেকে মাত্র আধা কিলোমিটার দূরে রাজধানীর গ্রীনরোডে গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজিতে।
শীতে উত্তরের মানুষ যখন জবুথবু, তখন ঢাকার সবজি ক্রেতারা দামেই কাবু। ভরা মৌসুমেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে।
ক্রেতারা জানান, মানুষের জীবনযাত্রায় একটা বড় পরিবর্তন এসেছে। তবে খাদ্যপণ্যের দামের কারণে সেটি নেতিবাচক প্রভাব ফেলেছে বেশি।
এসএ/দীপ্ত নিউজ