কাঁচাবাজারে উত্তাপ ছড়াচ্ছে শীতের সবজি। কেজিপ্রতি বেশিরভাগ সবজির দাম ৬০ টাকার ওপরে। বেড়েছে মসুরসহ সব ধরনের ডাল ও চিনির দামও। আটা–ময়দার অবস্থাও একই।
শুধুমাত্র খাবারের পেছনে যে পরিমান খরচ হয়, তাতে এখন বাজারে গেলে ক্রেতার মেজাজ স্থির রাখাই কষ্টসাধ্য।
রাজধানীর কারওয়ান বাজারে শীতের সবজির পসরা দেখে চোখ জুড়ালেও ক্রেতার মনে নেই শান্তি। টমেটোর কেজি ১৪০ টাকা। ফুলকপি, বাঁধাকপি কিংবা সিম এখনও চড়া দামেই বিক্রি হচ্ছে। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।
মুদি দোকানের হাল হকিকতও সুবিধাজনক নয়। সব ধরনের ডাল কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আটা–ময়দার দাম কেজিতে ১০ টাকা করে বেড়েছে মাসখানেক আগেই। আর খোলা চিনির দাম উঠেছে ১৪৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
মাছের দাম নিয়ে মতের বিরোধ রয়েছে ক্রেতা–বিক্রেতার মাঝে তবে কিছুটা স্থিতিশীল রয়েছে ডিম ও গরুর মাংসের দাম।
এসএ/দীপ্ত নিউজ