বিজ্ঞাপন
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

বাছাই শেষে চূড়ান্ত এনসিপি’সহ ২২ দল, মাঠ পর্যায়ে হবে তদন্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই–বাছাই প্রক্রিয়াই জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্তত ২২টি দল উত্তীর্ণ হয়েছে। দ্রুত এসব দলের কার্যক্রম মাঠপর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে বলে।

সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যানুযায়ী, নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করা ৮৪টি দলের মধ্যে ২২টির মাঠ পর্যায়ের যাচাইবাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। দলগুলোর দেওয়া তথ্য এবং মাঠ পর্যায়ের বাস্তবতার ওপর ভিত্তি করে এ যাচাই কার্যক্রম পরিচালিত হবে।

যাচাইবাছাই করা ২২টি দলের পদাধিকারীর তালিকা নিচে দেওয়া হলো—

. ফরওয়ার্ড পার্টি: মহাসচিব হিসেবে রয়েছেন মো. মাহবুবুল আলম চৌধুরী।

. আমজনতার দল: সভাপতি কর্নেল মিয়া মসিউজ্জামান।

. বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি): চেয়ারম্যান এমএম শাহাদাত।

. বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি): ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মো. নুরুল হক।

. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: মহাসচিব মুহাম্মদ মুসা বিন ইযহার।

. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী): সমন্বয়ক মাসুদ রানা।

. মৌলিক বাংলা: সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ফুয়াদ সাকী।

. বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি: চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন।

. জাতীয় জনতা পার্টি: চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর আকন।

১০. জনতার দল: চেয়ারম্যান পদে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অব. মো. শামীম কামাল।

১১. জনতা পার্টি বাংলাদেশ: ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন এবিএম ওয়ালিউর রহমান খান।

১২. বাংলাদেশ আম জনগণ পার্টি: আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন।

১৩. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

১৪. বাংলাদেশ জাতীয় লীগ: চেয়ারম্যান মাহবুবুল আলম।

১৫. ভাসানী জনশক্তি পাটি: দলের চেয়ারম্যান শেখ মো. রফিকুল ইসলাম।

১৬. বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ: সভাপতি মো. আতিকুর রহমান (রাজা)

১৭. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম): সভাপতি আব্দুস সামাদ সুজন।

১৮. জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদশাহজাহান সিরাজ): দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

১৯. জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি: মহাসচিব মুফতি মোহাম্মদ আবদুল কাইয়ুম।

২০. বাংলাদেশ বেকার সমাজ (বাবেস): সভাপতি মো. হাসান।

২১. বাংলাদেশ সলিউশন পার্টি (বিএসপি): দলের সভাপতি দায়িত্ব পালন করছেন শামছুল হক ।

২২. নতুন বাংলাদেশ পার্টি: চেয়ারম্যান মেজর (অব.) সিকদার আনিসুর রহমান।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More