বাগেরহাটে টমেটোর বাম্পার ফলনে জেলার টমেটো চাষিদের খুশি হওয়ার কথা থাকলেও এই টমেটোই এখন কৃষদের হতাশার কারণ হয়ে দড়িয়েছে। পাইকারি বাজারে টমেটো বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকা কেজি দরে।
এই অবস্থায় কৃষকদের অভিযোগ মাসখানেক আগেও যেখানে টমেটোর কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকা, এখন সেই টমেটো পাইকারি বাজারে বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকা দরে।
যার ফলে চাষিরা ক্ষেত থেকে টমেটো তোলার শ্রমিক খরচই উঠাতে পারছেন না। ফলে ক্ষেতেই নষ্ট হচ্ছে মণকে মণ টমেটো। আর ন্যায্য মূল্য না মেলায় রাগ ও ক্ষোভে অনেক কৃষক তাদের টমেটো ফেলে দিচ্ছেন নদী–খালে।
তবে কৃষি বিভাগ বলছে, মৌসুমের প্রথমদিকে আগাম জাতের টমেটো চাষ করে ভালো মূল্য পেয়েছেন কৃষকরা।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, বাগেরহাট জেলায় সবচেয়ে বেশি টমেটো উৎপাদন হয় চিতলমারী, কচুয়া ও মোল্লাহাট উপজেলায়। অন্য উপজেলায় সীমিত পরিসরে টমেটোর চাষ হয়। এবছর জেলায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে কয়েক হাজার টন বেশি উৎপাদন হয়েছে।
যূথী/দীপ্ত সংবাদ