শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

বাগেরহাটে ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুরবানির ঈদে নাড়ির টানে বাড়ির পথ ধরেছে লাখো মানুষ। এর ব্যাতিক্রম নয় উপকূলীয় জেলা বাগেরহাটও।

মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকেই বাগেরহাট বাস টার্মিনালে ছিল বাড়ী ফেরা মানুষের উপচে পড়া ভিড়। এদিন সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তি ও বিড়াম্বনা বাড়িয়েছে ঈদ উপলক্ষ্যে বাড়ীতে ফেরা বাগেরহাটের ৭৫টি ইউনিয়নের ঘরমুখো মানুষের মাঝে।

আনন্দের ঈদ যাত্রায় বৃষ্টি কিছুটা ভোগান্তি বাড়ালেও কোন কিছুই আটকাতে পারেনি ঘরমুখো মানু্ষদের। ছাতা মাথায় দিয়ে পায়ে হেঁটে, পলিথিনের পর্দা ঝুলিয়ে, বাসে চেপে কিংবা সিএনজি চালিত অটোরিকশায় করে যাত্রীরা আসছে বাগেরহাট বাস টার্মিনালে। উদ্দেশ্যে একটাই বাড়ি ফেরা ।

বাগেরহাট বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষায় থাকা মোড়েলগঞ্জের বাসিন্দা জামাল শেখ বলেন, ‘সকাল থেকেই বৃষ্টি। ঢাকা থেকে পরিবার নিয়ে অনেক কষ্ট করে বাগেরহাট পৌঁছেছি। এখন মোরেলগঞ্জ যাবার জন্য বাসের অপেক্ষায় রয়েছি। এত কষ্ট করে ঈদ উপলক্ষ্যে পরিবার নিয়ে বাড়ীতে ফেরাটাই সকল কষ্ট দূর করে দিয়েছে।

শিক্ষার্থী এনামুল ইসলাম বলেন, ‘অনেক কষ্ট করে বৃষ্টি উপেক্ষা করে বাড়ীতে যাচ্ছি। পলিথিন মাথায় দিয়ে কোন রকম বৃষ্টির পানি আটানোর চেষ্টা করেছি। তারপরও প্রায় পুরোটাই ভিজে গেছি। এত ভোগান্তি ও বিড়াম্বনার পর বাড়ীতে গিয়ে পরিবারের সাথে ঈদ করব এই আনন্দটাই সকল কষ্ট দূর করে দিয়েছে।

বাগেরহাটে দোলা পরিবহনের চালক আসলাম শেখ বলেন, ‘পদ্মা সেতুর খুলে দেওয়ার পর থেকে যাত্রীদের ঈদযাত্রার কোন কষ্ট নেই। তারপরও সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে কিছুটা ভোগান্তি বাড়িয়েছে। এ কারণে কিছুটা দেরিতে বাড়ী গুলো গোন্তব্যে পৌঁছেচ্ছে। এছাড়া তেমন কোন সমস্যা নেই।

 

মামুন আহমেদ/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More