জীবনের নতুন এক অধ্যায়ে পা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আবদুল হান্নান মাসউদ। অনেকটা ‘চুপিসারে’ এনসিপি এ নেতা সেড়ে ফেলেছেন বাগদান।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী কামরাঙ্গীরচরে দুই পরিবার সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হান্নান মাসউদ–শ্যামলী সুলতানা জেদনী‘র বাগদান সম্পন্ন হয়।
শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) এবং সংগঠনটির মিডিয়া সেলের সহ–সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টের মাধ্যমে বাগদান বিষয়টি নিশ্চিত করেন হান্নান মাসউদ।
একজন পুরুষ ও আংটি পরা একজন নারীর হাত ধরে রেখেছেন, এমন একটি ছবি পোস্ট করে মাসউদ লিখেছেন, “‘আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।’ (সূরা আন–নাবা, আয়াত ৮)। আলহামদুলিল্লাহ।”
আর পোস্ট কমেন্টে এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আল্লাহ সার্বিক কল্যাণ দিক।’
এসএ